ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নারীর স্বাধীনতা

কর্মক্ষেত্রে প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
কর্মক্ষেত্রে প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার আমেনা বেগম

পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা আমেনা বেগম বলেন, ‘পুলিশই হতে চেয়েছিলাম। হয়েছি। একাগ্রতা নিয়ে নিজের কাজ করি। মানুষকে সেবা দিই।’

স্বপ্নজয়ী নারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার আমেনা বেগম জানিয়েছেন তার জীবনের স্বপ্নপূরণের গল্প। বাংলানিউজের সঙ্গে আলাপচারিতায় জানান পুলিশই হতে চেয়েছিলেন তিনি।

 


আমেনা বেগম বলেন,‘কর্মক্ষেত্রে প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবেলা করি। এ পেশা চ্যালেঞ্জের। তবে কাজের মাধ্যমে এগিয়ে যেতে হয়। ’ 

কর্মজীবনে দক্ষতার পরিচয় দিয়ে ২০১৫ সালে পেয়েছেন পুলিশের সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-সেবা’। এ বছর কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘আইজি গুড সার্ভিস মেডেল’।

২০ বছর চাকরি জীবনে কাজ করেছেন দেশের বিভিন্ন জায়গায়। পুলিশ সুপার পদে দায়িত্ব পালন করেছেন রাঙামাটি ও নরসিংদী জেলায়। সিএমপির উপ-কমিশনার (উত্তর) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

আন্তর্জাতিক নারী পুলিশের বার্ষিক সম্মেলন এশিয়ান ওমেন পুলিশ কনফারেন্সে কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করেন আমেনা বেগম।

পূর্ব তিমুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছেন তিনি। নিজের হাতেই সামলান সংসার। ব্যবসায়ী স্বামী ও এক কন্যা সন্তান নিয়ে তার পরিবার।  

পুলিশে কাজ করা অবশ্যই চ্যালেঞ্জিং তবে আজকাল নারীরা চ্যালেঞ্জ নিতে মোটেও পিছপা হয় না। তিনি চান আরও বেশি সংখ্যক নারী সদস্য আসবে, নিজেদের নিরাপত্তার সঙ্গে সঙ্গে প্রিয় দেশের নিরাপত্তা রক্ষায় কাজ করবে।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে আমেনা বেগম ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন।

এসআইএস/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।